অতিরক্তি ডিআইজি হলেন সিলেটে কর্মরত পুলিশের ৮ কর্মকর্তা

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়েছেন ১৪০ কর্মকর্তা। ওই কর্মকতারা স্থলাভিষিক্ত হয়েছেন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায়। এদের মধ্যে সিলেটে কর্মরত রয়েছেন ৮ জন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য। অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি হওয়া সিলেটের পুলিশ কর্মকর্তারা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম), এসএমপি’র উপ-কমিশনার তোফায়েল আহমেদ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ, এসএমপি’র উপ-কমিশনার মোহা. সোহেল রেজা, সিলেট অঞ্চল হাইওয়ে পুলিশের এসপি মো. শহিদ উল্লাহ, সুনামগঞ্জ জেলা পুলিশের এসপি মোহাম্মদ এহসান শাহ, শিল্পাঞ্চল পুলিশ সিলেট জোনের এসপি মো. রওশনুজ্জামান সিদ্দিকী ও সিলেট (মেট্রো) সিআইডি’র বিশেষ এসপি সুজ্ঞান চাকমা। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে পালন করবেন দায়িত্ব। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে অবিলম্বে।